গাজায় ফের বর্বর ইসরাইলের বিমান হামলা !
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরাইল। গতকাল শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। খবরে বলা হয়, গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে গতকাল শুক্রবার ভোরের দিকে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) টুইটারে এক বার্তায় বলে, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলত। যদিও এ হামলার বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি।
এর আগে ১০ মে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এর পর থেকে ২১ মে পর্যন্ত ইসরাইলী বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনী নিহত হন। অপরদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হন ইসরাইলের ১৩ জন। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হলে শান্ত হয় পরিস্থিতি। কিন্তু এ যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।





