কেন্দ্রীয় কারাগার ভেঙে ‘শত শত’ বন্দীকে মুক্তি দিল তালেবান !
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের কেন্দ্রীয় কারাগার ভেঙে সেখানে থাকা ‘শত শত’ বন্দীকে মুক্ত করে দেয়া হয়েছে বলে দাবি করেছে তালেবান। কাতারভিত্তিক গণমাধ্যম স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়। তালেবানের দাবি, কান্দাহারের কেন্দ্রীয় কারাগার থেকে ‘শত শত’ বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে, আফগানিস্তানের গণমাধ্যম তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ইউসুফ আহমাদি বলেন, বুধবার কান্দাহারের কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। এর পর কারাগারের সব বন্দীকে মুক্ত করে দেয়া হয়।
এবারই প্রথম নয়, এর আগেও ২০০৮ ও ২০১১ সালে হামলা চালিয়ে কান্দাহারের কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীদের ছেড়ে দিয়েছিল তালেবান। এর আগে কুন্দুজ প্রদেশের কুন্দুজ শহর এবং নিমরোজ প্রদেশের জারাঞ্জ থেকে হাজারেরও বেশি বন্দীকে মুক্তি দিয়েছে তালেবান। এসব বন্দীর মধ্যে তালেবানের সদস্যও ছিল। ইতোমধ্যে আফগানিস্তানের ৯ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এ ছাড়া বিভিন্ন প্রদেশে চলছে তীব্র লড়াই।





