#আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে আবারো হামলা, ভারতীয় সেনা নিহত।

কাশ্মীর সীমান্তে ফের হামলা চালিয়েছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় পাক বাহিনীর ওই হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নওশেরা সেক্টরে সেনা ছাউনি লক্ষ্য করে গুলি বর্ষণ করে পাকিস্তান। স্থানীয় সময় রাত ১টার দিকে গুলিতে আহত হন হাবিলদার পাতিল সংগ্রাম সিভাজী। পরে তিনি মারা যান।

এর আগে ১৩ নভেম্বর কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলিতে অনন্ত ১৪ জন নিহত হন। এর মধ্যে ভারতের ছয় বেসামরিক নাগরিক, তিন সেনা সদস্য ও এক সীমান্তরক্ষী এবং পাকিস্তানের চারজন বেসামরিক নাগরিক ও একজন সেনা সদস্য মারা যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *