কাবুল দখল করে নিয়েছে তালেবানরা।
২০ বছর পর আবারও তালেবানের দখলে নিয়েছে দেশটির রাজধানী কাবুল। আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর দেশটির তালেবানরা বলছেন, তারা আগামী কয়েকদিনের মধ্যেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা গ্রহণের প্রত্যাশা করছে। একই সঙ্গে অতীতের কট্টর ইসলামি বিধি-বিধান শিথিল করার অঙ্গীকার করেছে তারা। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় থাকাকালীন দেশটিতে ইসলামি শরীয়াহ আইন কার্যকর করে তালেবান।
এদিকে তালেবানের তড়িৎগতিতে দেশটির বেশিরভাগ এলাকার দখল নেওযায় আমেরিকার কূটনীতিকরা কাবুল দূতাবাস ছেড়ে আমেরিকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর ২০ বছরের আফগান যুদ্ধ শেষে আবারও দেশটির ক্ষমতায় আসতে চলেছে তালেবান। আফগানিস্তানের প্রশাসনকর্মীদের উদ্দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। পাশাপাশি রাষ্ট্রীয় প্রশাসনে নিযুক্ত সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বানও জানিয়েছে দেশটির তালেবান নেতারা। সূত্র: বার্তাসংস্থা রয়টার্স, বিবিসি, টোলো নিউজ, বার্তা সংস্থা রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস।
এছাড়াও গতকাল রোববার তালেবানের সদস্যরা রাজধানীতে ঢুকে পড়ায় বিদেশি কূটনীতিক এবং অনেক স্থানীয় বাসিন্দা দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। বিদেশের সব সেনা প্রত্যাহারের মধ্যে মাত্র দশ দিনে গোটা আফগানিস্তান দখলে নিয়ে তালেবান রাজধানী কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট আশারাফ গানি সরকারের ঘনিষ্ট সদস্যদের নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় দেশত্যাগ করেছেন বলে জানিয়েছে টোলো নিউজ।
দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ দোর্দণ্ড প্রতাপে তালেবানের কাবুল দখল করার পর দুটি সূত্রের বরাতে প্রেসিডেন্ট আশরাফ গানির দেশত্যাগের খবর জানিয়েছে। এর আগে তালেবান প্রতিনিধিদলের প্রেসিডেন্ট গানির প্যালেসে ঢোকার খবর পাওয়া যায়।
সূত্র দুটি বলেছে, রোববার তালেবান রাজধানী কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেন। এসময় প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে তার কিছু ঘনিষ্ট উপদেষ্টা ও সরকারের শীর্ষস্থানীয় নেতারাও চলে গেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল রোববার জানিয়েছে, আশরাফ গানি এরইমধ্যে তাজিকিস্তানের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করেছেন। রয়টার্স লিখেছে, এ বিষয়ে বক্তব্যের জন্য তারা প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করলে সেখান থেকে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে আশরাফ গানির গতিবিধি সম্পর্কে কোনো তথ্য দেওয়া তাদের পক্ষে সম্ভব না।
তালেবানের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আশরাফ গানি এখন কোথায়, তারা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।
নিউ ইয়র্ক টাইমস বলছে, বিশাল আকৃতির দুই ইঞ্জিনবিশিষ্ট চিনুক এবং দ্রুতগতির ব্ল্যাকহক হেলিকপ্টারগুলোকে দূতাবাসের স্টাফদের সরিযে নেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একটির পর একটি হেলিকপ্টার দূতাবাসের ভেতরে নামছে। আর কিছুক্ষণের মধ্যেই যাত্রী বোঝাই করে উড়ে যাচ্ছে।
বার্তা সংস্থা এপি বলছে, গতকাল রোববার সকালে কূটনৈতিক সাঁজোয়া যানের বহর মার্কিন দূতাবাস এলাকা ত্যাগ করতে দেখা যায়। কূটনীতিবিদরা ভবন ত্যাগ করার আগে স্পর্শকাতর দলিলপত্র পুড়িয়ে ফেলছেন এবং সে কারণে দূতাবাসের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, তালেবান যোদ্ধারা চতুর্দিক থেকে রাজধানীতে পৌঁছে গেছেন। তবে কাবুলে কোনও ধরনের লড়াইয়ের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। পশ্চিমা বিশ্ব সমর্থিত আফগানিস্তানের সরকারের সঙ্গে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আলোচনা চলছে জানিয়ে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, শান্তিপূর্ণ এবং সন্তোষজনক ক্ষমতা হস্তান্তরের সম্মতি না পাওয়া পর্যন্ত তালেবান যোদ্ধাদের কাবুলের সব প্রবেশপথে অবস্থান করতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক আফগানিস্তানের শিক্ষাবিদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমদ জালালিকে দেশটির অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান করার তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে জালালিকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান হিসেবে তালেবান মেনে নেবে কি-না সেটি এখনও পরিষ্কার নয়।





