করোনার ট্যাবলেট মৃত্যু এড়াতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার দাবি করেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি ও মৃত্যু প্রতিরোধে তাদের তৈরি মুখে খাওয়া কোভিড-১৯ পিলের পরীক্ষামূলক প্রয়োগে ৮৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ফাইজার।
ফাইজার তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সংক্রামক রোগ নিধোরক এই পিল, যা রিটোনাভির নামক এইচআইভি ওষুধের অল্প ডোজের সাথে মিশ্রিত করা হয়েছে। করোনা আক্রান্ত উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যু ৮৯ শতাংশ পর্যন্ত কমাতে পারে। ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা একটি বিবৃতিতে ড্রাগটিকে সম্ভাব্য ‘গেম-চেঞ্জার’ বলে অভিহিত করেছেন।
‘এই তথ্যগুলি পরামর্শ দেয়- আমাদের তৈরি অ্যান্টিভাইরাল ড্রাগটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যদি অনুমোদন দেয়, তাহলে কোভিড-১৯ সংক্রমণের তীব্রতা কমানো, রোগীদের জীবন বাঁচানো এবং দশটির মধ্যে নয়টি হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কমাবে।





