উহানের সব অধিবাসীদের করা হচ্ছে করোনা পরীক্ষা।
চীনের উহান শহরের কর্তৃপক্ষ গত রোববার জানিয়েছে, তারা শহরজুড়ে ১ কোটি ১০ লাখের বেশি মানুষের করোনা পরীক্ষা সম্পন্ন করেছে। গত মঙ্গলবার শহরটিতে গণহারে করোনা পরীক্ষা শুরু হয়। বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উহানেই প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা মহামারি আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উহানে প্রথম করোনা শনাক্তের এক বছরের বেশি সময় পর শহরটিতে নতুন করে সংক্রমণ দেখা দেয়। এ প্রেক্ষাপটে পুরো শহরে করোনা পরীক্ষা করল কর্তৃপক্ষ।
এক সংবাদ সম্মেলনে উহানের জ্যেষ্ঠ কর্মকর্তা লি তাও বলেন, শহরের প্রায় সব অধিবাসীকেই করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে। পরীক্ষা থেকে শুধু বাদ গেছে ছয় বছরের কম বয়সী শিশু ও গ্রীষ্মকালীন অবকাশে থাকা শিক্ষার্থীরা।





