#আন্তর্জাতিক

ইসরাইলী সামরিক ঘাঁটি থেকে কোটি ডলারের অস্ত্র চুরি।

ইসরাইলের সামরিক ঘাঁটি থেকে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের অস্ত্র চুরি হয়ে গেছে। মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রকেট, রকেট লাঞ্চার, মাইন এবং মেশিন গান। ইসরায়েলি সংবাদমাধ্যম খবরে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে শত শত বন্দুক, প্রায় ৫০চি৬ রকেট লাঞ্চার এবং অন্যান্য বহু ধরণের অস্ত্র চুরি হয়েছে।

সরকারি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল, মেশিন গান, বিভিন্ন ধরণের গ্রেনেড, রকেট লাঞ্চার এবং বিস্ফোরক এবংদেড় লাখেরও বেশি গুলি। চুরি হওয়া সব অস্ত্রের হিসেব সেনাবাহিনী না পাওয়ায় চুরি হওয়া অস্ত্রের প্রকৃত মূল্য অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *