#আন্তর্জাতিক

ইয়েমেনে বিস্ফোরণ-গোলাগুলিতে নিহত বেড়ে ২৭ !

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে। নতুন সরকারকে বহনকারী একটি বিমান বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার (৩০ ডিসেম্বর) দফায় দফায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইয়েমেনের এডেন বিমানবন্দর। আকস্মিক বিস্ফোরণে জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকে মানুষ।

আল জাজিরা জানায়, সৌদি আরব থেকে নতুন সরকারকে বহনকারী একটি বিমান অবতরণের কিছুক্ষণ পরেই বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। একইসঙ্গে গোলাগুলির শব্দ পাওয়া যায়। এতে বহু হতাহত হয়েছে।

বিস্ফোরণে মন্ত্রিসভার কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইয়েমেন কর্তৃপক্ষ। গোলাগুলির পরই প্রধানমন্ত্রী মঈন আবদুল মালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে প্রেসিডেন্টের বাসভবনে নিয়ে যাওয়া হয়

চলতি মাসেই সঙ্কট সমাধানে সৌদি আরবের প্রস্তাব মেনে নতুন সরকার গঠন করা হয় দেশটিতে। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বর্তমান সরকার নিয়েই গঠিত হয় নতুন সরকার। তবে, তা প্রত্যাখ্যান করে হাউথি বিদ্রোহীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *