#আন্তর্জাতিক

আলোচনার আহ্বান জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

চরম অব্যবস্থাপনা ও দুর্ভোগের প্রতিবাদ করা আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বুধবার তিনি এই আহ্বান জানান।

মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক সঙ্কট কাটাতে আন্দোলনকারীদের মতামত ও আইডিয়া জানতে চেয়েছেন তিনি।

মাহিন্দার ভাই ও লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভ চলছে।

দুর্নীতির অভিযোগ এনে তারা পুরো রাজাপাকসে পরিবারকেই ক্ষমতা ছাড়তে বলেছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ভবনের বাইরে আন্দোলকারীদের প্রতিনিধিদের সাথে স্বেচ্ছায় মাহিন্দা রাজাপাকসে আলোচনায় বসতে চান।

তবে আন্দোলনকারীরা মাহিন্দার এই প্রস্তাব প্রত্যাখান করেছে। বিক্ষোভকারী নুয়ান কালুয়ারাচি বলেন, ‘পুরো দেশই যখন তাকে চাইছে না, তখন তার উচিত আলোচনার প্রস্তাব না দিয়ে পদত্যাগ করা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *