আরব আমিরাত ফিলিস্তিনের প্রতিনিধি নয় : মাহমুদ আব্বাস।
ফিলিস্তিনের পক্ষ থেকে কথা বলার অধিকার নেই সংযুক্ত আরব আমিরাতের মন্তব্য করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস। তিনি বলেন, আরব আমিরাত নিজেকে ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে জাহির করছে। কিন্তু ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ফিলিস্তিন ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহারের অনুমতি আরব আমিরাতের নেই। রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন।
এতে মাহমুদ আব্বাস আরো বলেন, আরব ও মুসলিম বিশ্বের যে দেশই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেবে তার বিষয়েই ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ এ ধরনের অবস্থান গ্রহণ করবে। এর আগে তিনি আরব আমিরাতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখনো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাস করে আরব আমিরাত। এই পরিকল্পনা টিকিয়ে রাখতেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়েছে। এমন বক্তব্যের প্রতিবাদ করতে গিয়েই মাহমুদ আব্বাস এসব কথা বলেন।





