#আন্তর্জাতিক

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী ও তালেবানদের মধ্যে রাতভর সংঘর্ষ।

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের কয়েকটি সংঘাতে অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। রবিবার রাতভর চলা এই সংঘর্ষে বহু লোক আহত হয়েছেন।

গত ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় সরকারি প্রতিনিধি দলের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা শুরু হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে লড়াইয়ের সবচেয়ে রক্তাক্ত দিন ছিল এটি।

দোহায় দুই পক্ষের মধ্যে আলোচনায় এক সপ্তাহেরও বেশি সময় পার হওয়ার পরও অগ্রগতি সামান্যই।

বিশেষ করে যুদ্ধবিরতির বিষয়ে কোনো আশাব্যঞ্জক অগ্রগতি নেই বললেই চলে। অনেক দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও তালেবান তা প্রত্যাখ্যান করেছে। রবিবার রাতে সবচেয়ে রক্তাক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটে মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশে।

প্রদেশটির ডেপুটি গভর্নর সৈয়দ মোহাম্মদ সাদাত জানিয়েছেন, এখানে তালেবান যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর তল্লাশিচৌকিগুলোয় হামলা চালিয়ে আফগান নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্যকে হত্যা করে।

তবে তালেবানদের পক্ষ থেকে কোনও হতাহতের কথা স্বীকার করা হয়নি।

প্রদেশগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, তাখার, হেলমান্দ, কাপিসা, বলখ, মাইদান ওয়ারদাক ও কুন্দুজেও সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *