অ্যাসাঞ্জকে হত্যার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের।
গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গোপনে হত্যার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।
গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ অনুসন্ধানের পর রোববার এ তথ্য প্রকাশ করে ইয়াহু নিউজ। এই অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০ জন সাবেক কর্মকর্তার সাক্ষাৎকার নেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ২০১৭ সালে জুলিয়ান অ্যাসাঞ্জকে অপহরণ বা হত্যার এই পরিকল্পনা করা হয়েছিল। এমনকি ইকুয়েডর দূতাবাস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জ বের হলে তাকে বিমান থেকে গুলী করে হত্যারও পরিকল্পনা করা হয়।





