#আন্তর্জাতিক

অবশেষে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি।

অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ হামাস ও দখলদার ইসরায়েল। ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধের অবসান ঘটাতে বুধবার (১৫ জানুয়ারি) ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। তবে এখনও চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সূত্রে জানা যায় –

চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ছয় সপ্তাহের পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করাসহ ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার কথা বলা আছে।

এই চুক্তির বিষয়ে অবহিত একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যকে উত্তাল করে তোলা ১৫ মাস ধরে চলা যুদ্ধের সম্ভাব্য অবসানের পথ খুলে দেবে।

যুক্তরাষ্ট্রের সমর্থনে মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় মাসব্যাপী আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগে এই চুক্তি স্বাক্ষরিত হলো।

আশা করা হচ্ছে, এই চুক্তির ফলে যুদ্ধ থামবে এবং ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘটিত সবচেয়ে মারাত্মক এবং ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *