#আন্তর্জাতিক

হাইতিতে কারাগার ভেঙে কয়েদি পলায়ন।

হাইতির রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের কাছে একটি কারাগার থেকে ৪ শতাধিক কয়েদি পালিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। গত বৃহস্পতিবার ওই পালানোর ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় কারা পরিচালক ও কয়েকজন পথচারীসহ ২৫ জন নিহত হয়েছে। পলাতক কয়েদিদের মধ্যে দেশটির কুখ্যাত একটি অপরাধী দলের নেতা আর্নেল জোসেফও ছিলেন; কয়েক ঘণ্টা পর পুলিশের গুলীতে তার মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। ২০১৯ সালে গ্রেপ্তার হওয়ার আগে জোসেফ ছিলেন হাইতির ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী।

বৃহস্পতিবার কারাগার থেকে কয়েদিরা কিভাবে পালিয়েছে তার বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বৃহস্পতিবার দুপুরে ব্যাপক গোলাগুলীর শব্দ শোনেন এবং এর কিছুক্ষণ পর কয়েদিদের কারাগার থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখেন।

“২৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৬ কয়েদি এবং আঞ্চলিক পরিদর্শক পল হেক্টর জোসেফও আছেন, তিনিই ওই কারাগারের দায়িত্বে ছিলেন। নিহতদের মধ্যে কয়েকজন সাধারণ নাগরিকও আছেন, পালিয়ে যাওয়ার সময় কয়েদিরা তাদের হত্যা করে,” শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন হাইতির যোগাযোগ সচিব ফ্রান্জ এক্সান্টুস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *