#আন্তর্জাতিক

সৌদি সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সৌদি আরব যাচ্ছেন। সেখানে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি বাদশা সালমান বিন আব্দুল আজীজের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৮ সালে তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকে কেন্দ্র করে সৌদির সঙ্গে তুরস্কের সম্পর্ক অবনতি হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে উভয় দেশ সম্পর্ক উন্নয়নে তৎপর হয়েছে।

অর্থনৈতিক উন্নয়নে তুরস্ক সৌদির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে উদ্যোগী হয়েছে। এর অংশ হিসেবেই সৌদি আরবে এরদোগানের এই সফর।

তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সফরে তুরস্ক-সৌদি আরবের মধ্যে সম্পর্কের সকল দিক পর্যালোচনা করা হবে। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।
এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে।

সম্প্রতি তুরস্কের সুপ্রিম কোর্ট জামাল খাসোগী হত্যা মামলার অনুপস্থিত ২৬ সৌদি নাগরিকের নামে মামলা সৌদি আরবে স্থানান্তরের সিদ্ধান্তের রায় দেন। এর মাধ্যমে সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের পথ তৈরি হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *