সিরিয়ায় বিমান ঘাঁটিতে ইসরায়েলের হামলা।
ইসরায়েলের সামরিক বাহিনী আবারও সিরিয়ায় একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জানা গেছে, এতে দামেস্কের মিত্র দুই বিদেশি যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে সিরিয়ার বেশ কয়েক জন সেনা সদস্য।
শুক্রবার এ হামলা চালায় ইসরায়েল। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, টি-৪ বিমান ঘাঁটিতে এ হামলায় দুইজন বিদেশি যোদ্ধা নিহত হয়েছে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে
নানান অজুহাতে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ হামলার প্রধান লক্ষ্য ছিল সিরিয়ায় ইরান এবং লেবাননের হিযবুল্লাহ বাহিনীর ওপর। মাঝে মধ্যে সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করেও বিমান হামলা চালায় ইসরায়েল।





