#আন্তর্জাতিক

শিক্ষার্থীদের সুবিধার্থে চীনে নতুন আইন।

শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমাতে নতুন শিক্ষা আইন পাস করেছে চীন। স্কুল ছুটির পর মূল বিষয়ের ওপর বাড়ির কাজ এবং অতিরিক্ত পড়াশোনাজনিত ‘দ্বৈত চাপ’ কমানোর নিয়ম জারি করা হয়েছে। গতকাল শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বছর অনলাইন গেমসের প্রতি শিক্ষার্থীদের আসক্তি থেকে শুরু করে বেশ কিছু কর্মকা- মোকাবিলায় কঠোর হয়েছে চীন।

গত সোমবার চীনের পার্লামেন্ট জানিয়েছিল, অল্প বয়সী সন্তানেরা কারও সঙ্গে ‘খুব খারাপ আচরণ’ করলে কিংবা কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে গেলে, তাদের বাবা-মাকে শাস্তি ভোগ করার নিয়ম রেখে আইন প্রণয়নের কথা ভাবা হচ্ছে। এবার দেশটিতে নতুন শিক্ষা আইন পাস হলো। নতুন আইনটির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এ আইনের আওতায় শিক্ষার্থীদের ওপর বাড়ির কাজ ও স্কুল-পরবর্তী বাড়তি পড়াশোনার দ্বৈত চাপ কমাতে তাদের বাবা-মাকে বোঝানোর দায়িত্ব পালন করবে স্থানীয় সরকার। পড়াশোনার চাপ কমিয়ে ওই সময়ের মধ্যে শিক্ষার্থীদের বিশ্রাম ও ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হবে। ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার বাদ দিতেও চেষ্টা চলবে।

সম্প্রতি শিশুদের জন্য অনলাইনে গেমস খেলার সময় সীমিত করে চীনের শিক্ষা মন্ত্রণালয়। এখন চীনা শিশুরা শুধু শুক্র, শনি ও রোববার এক ঘণ্টার জন্য অনলাইন গেমস খেলতে পারবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *