যুক্তরাষ্ট্রে কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের কাছে সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওয়েন ব্রুস (৫০) নামে এই ব্যক্তি নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
নিহত ব্যক্তির বাড়ি কলোরোডা অঙ্গরাজ্য। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।





