#আন্তর্জাতিক

মালিতে সংঘাত। ২৭ সেনা ও ৭০ সন্ত্রাসী নিহত।

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনা সদস্য ও সন্ত্রাসীদের মধ্যে সংঘাতে ২৭ সেনা ও ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩৩ জন। নিখোঁজ আছেন সাত সৈন্য। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার মধ্য মালির মন্ডোরো নামে একটি গ্রামের সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। এ সময় দুই পক্ষেই সংঘর্ষ হয়। এ ঘটনায় জঙ্গিদের ৭০ সদস্য নিহত হয়। সেনা সদস্যদের মধ্যে ২৭ জন নিহত ও সাতজন নিখোঁজ হন। আহত হয়েছেন ৩৩ জন।

খবরে আরো বলা হয়, একটি গাড়ি বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এরপর দুই পক্ষে ব্যাপক গোলাগুলি হয়। সরকারি এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করার পাশাপাশি বলা হয়েছে, এ ঘটনায় কোন জঙ্গী গোষ্ঠি দায়ী, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, মধ্য মালিতে আল কায়েদা এবং ইসলামিক স্টেট জঙ্গি তৎপরতায় সক্রিয়।

২০১২ সাল থেকে মালিতে আল কায়েদার উত্থান ঘটে। পরবর্তীতে সংগঠনটি দেশটির উত্তরাঞ্চলীয় মরুভূমির বিশাল এলাকা দখলে নেয়। তাদের দমনে মাঠে নামে সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স। দেশটির সেনাবাহিনীর তৎপরতায় ওই অঞ্চল পুনরুদ্ধারে সক্ষম হয় মালি সরকার।

কিন্তু এ পরিস্থিতি বেশিদিন স্থায়ী হয়নি। জঙ্গী সংগঠনটি পরবর্তীতে ফের সক্রিয় হয় ওই এলাকায়। বর্তমানে দেশটির পশ্চিমাঞ্চলীয় কিছু এলাকাসহ পার্শ্ববর্তী দেশ নাইজার, বুরকিনা ফাসোতেও তৎপরতা চালাচ্ছে আল কায়দা ও ইসলামিক স্টেটের সদস্যরা। ২০১৩ সাল থেকে মালির সেনাবাহিনীর সঙ্গে সংঘাত হচ্ছে সন্ত্রাসীদের। সেই যুদ্ধে এতদিন ফ্রান্স সহযোগিতা করলেও গত মাসে মালি থেকে নিজ সেনাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্সের সরকার।

তথ্যসূত্র : স্কাই নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *