#আন্তর্জাতিক

মনোনয়ন পেয়ে ইতিহাস তৈরী করলেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম এশিয়ান আমেরিকান এবং কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সম্প্রতি মার্কিন রাজনীতিতে ঝড় তোলা কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে চূড়ান্ত মনোনয়ন পান ভারতীয় বংশদ্ভূত এই নারী।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার মনোনয়ন গ্রহণ করার পর নিজের বক্তব্যে ট্রাম্পের ‘ব্যর্থ নেতৃত্বকে’ আক্রমণ করেন তিনি। ক্যালিফোর্নিয়ার এই সিনেটর মার্কিন নাগরিকদের ‘সত্য’ তুলে ধরার আহ্বান জানান।

৩ নভেম্বরের নির্বাচনে কমলা এবং বাইডেন ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে চ্যালেঞ্জ জানাবেন। কমলার মা শ্যামলা গোপালান ভারতের চেন্নাইয়ের মেয়ে। যুক্তরাষ্ট্রে একটি ডক্টরেট প্রোগ্রামে গিয়ে সেখানকার অভিবাসী হয়ে যান।

‘কমলা দেবী হ্যারিস’কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো মিশ্র জাতিসত্তার রাজনীতিবিদ হিসেবে পরিচয় করানো হয়েছে। অকল্যান্ডে জন্ম নেওয়া কমলাকে অনেকে ‘ফিমেল ওবামা’ও বলে থাকেন। তিনি ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন।

২০১৯ সালে মার্টিন লুথার কিংয়ের জন্মদিনে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেন। চূড়ান্ত মনোনয়ন পেয়ে কমলা এদিন কনভেনশনে বলেন, ‘রিপাবলিকান নেতা আমাদের ট্র্যাজেডিকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছেন’।

বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের এখন সময় এসেছে সব পরিবর্তন করার। এমন একজন প্রেসিডেন্ট দরকার, যিনি এই পরিবর্তনের সঙ্গী হবেন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *