#আন্তর্জাতিক

ভারতের সাবেক মন্ত্রীর বাড়িতে বিজেপির অগ্নিসংযোগ !

বিজেপি-আরএসএসের হিন্দুত্ববাদকে আইএস-বোকো হারামের জঙ্গিবাদের সাথে তুলনা করায় কংগ্রেস নেতা ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিজেপি নেতাকর্মীরা।

সোমবার দুপুরে তার নৈনিতালের বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

জানা গেছে, গত সপ্তাহে অযোধ্যা নিয়ে তার লেখা বই ‘সানরাইজ ওভার অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইম’ প্রকাশ হয়েছে। সেখানে তিনি বিজেপিকে আইএস-বোকো হারামের সঙ্গে তুলনা করেছন।
এর প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি প্রকাশ্যে অভিযোগ করেছে, সালমান ভারতের হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতি করারও অভিযোগ করেছে বিজেপি। সেই বিতর্ক শুরুর তিন দিন পরই উত্তরাখণ্ডের পাহাড়ে সালমান খুরশিদের বাড়িতে হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল।

সালমান খুরশিদ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, যে বন্ধুরা একদিন এখানে এসেছিলেন তাদের জন্য এই দরজা আমি খুলে দিতে চেয়েছিলাম। যদি বলি এটা কিছুতেই হিন্দুধর্ম নয়, তাহলে কি এখনও আমি ভুল বলব?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *