#আন্তর্জাতিক

ভারতের মণিপুরে সেনাক্যাম্পে ভূমিধস: নিহত ২৪।

ভারতের মণিপুর রাজ্যে স্থানীয় একটি সেনা ক্যাম্পে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৮ জন সেনা সদস্যও রয়েছে।

কর্মকর্তারা জানান, মণিপুরের নোনে জেলায় স্থানীয় সেনা ক্যাম্পে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এর মধ্যে সেনা সদস্য রয়েছেন ১৮ জন। ১৩ সেনা সদস্য ও পাঁচ জন বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। আর এখনও ৩৮ জন নিখোঁজ রয়েছেন।

তুপুল ইয়ার্ড রেলওয়ে কনস্ট্রাকশন সাইটের কাছে সেনা ক্যাম্পে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বুধবার রাতে। যারা এখনও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছেন তাদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, আঞ্চলিক সেনা এবং কেন্দ্রীয় ও রাজ্যের জরুরি দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত সদস্যরা চেষ্টা অব্যাহত রেখেছেন।

এক কর্মকর্তা বলেন, বৃষ্টি ও অন্যান্য সমস্যার কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে তাদের অবস্থান শনাক্ত করার জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ শুক্রবার সেনাবাহিনী ও সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, নিহতদের পরিবারকে ৫ লাখ ও আহতদের ৫০ হাজার রুপি দেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় টুইটে জানিয়েছেন, ভূমিধসের ওই ঘটনায় তার রাজ্যের ৯ সেনা নিহত হয়েছে।

তিনি লেখেন, মণিপুরে ভূমিধসের ঘটনায় দার্জিলিং হিলের নয় সেনা রয়েছে জানার পর খুবই দুঃখ পেয়েছি। তাদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।

তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *