ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হয়ে ইতিহাস গড়লেন দ্রৌপদী মুর্মু।
ভোটের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা না হলেও প্রয়োজনের চেয়ে বেশি ভোট পেয়ে ভারতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু।
এতে ইতিহাস গড়ে সাঁওতাল তথা আদিবাসী নারী হিসেবে প্রথম কেউ ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এছাড়াও বিজেপির পছন্দের এই প্রার্থী দেশটির দ্বিতীয় নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
বৃহস্পতিবার যশবন্ত সিনহাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দ্রৌপদী মুর্মু ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যশবন্ত সিনহা অনেকটাই পিছিয়ে ছিলেন তার চেয়ে।
আগামী ২৫ জুলাই ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের স্থলাভিষিক্ত হবেন।
উড়িষ্যার অধিবাসী দ্রৌপদী মুর্মু ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন।
সাবেক শিক্ষক ৬৪ বছর বয়সের দ্রৌপদী ওড়িশার মেয়ে। গত কয়েক দশক ধরে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য কাজ করে যাচ্ছেন। ঝাড়খণ্ডের প্রাদেশিক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।





