#আন্তর্জাতিক

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট সৈন্যদের হাতে আটক।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরেকে আটক করা হয়েছে। বিদ্রোহী সৈন্যদের হাতে তিনি আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল রোববার রাতে রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশে তুমুল গোলাগুলির পরই প্রেসিডেন্টের আটক হওয়ার খবর প্রচার করে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিক আজ সোমবার আটকের এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার সকালে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে তার বহরের বেশ কয়েকটি সাঁজোয়া যানে গুলির অনেকগুলো চিহ্ন দেখা গেছে। এগুলোর একটিতে রক্তের দাগ লেগেছিল। প্রেসিডেন্ট প্রাসাদের আপশপাশের বাসিন্দারা রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে।এ বিষয়ে তাৎক্ষণিভাবে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি বলে জানায় রয়টার্স।

প্রেসিডেন্ট আটকের মধ্য দিয়ে দেশটিতে নতুন করে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর সাংগুলে লামিজানা সেনানিবাসে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে সেনাবাহিনীর জেনারেল স্টাফদের বাড়ি ও একটি কারাগারও রয়েছে। ওই সময় একটি সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার তা অস্বীকার করেছিল। তবে ওই সব ক্যাম্পের বিদ্রোহী সেনারা জঙ্গিদের বিরুদ্ধে তাদের লড়াইয়ে আরও সমর্থন দাবি করছিল বলে রয়টার্স জানিয়েছে।

স্থানীয় বেশ কিছু গণমাধ্যম জানায়, দেশটিতে কারফিউ জারি করেছে সরকার। কিন্তু তারপরেও হাজার হাজার মানুষ বিদ্রোহী সৈন্যদের সমর্থনে রাজপথে নেমে এসেছে। অনেকেই ক্ষমতাসীন দলে সদর দপ্তরে আগুন লাগিয়ে দিয়েছে। এর আগে ২০১৫ সালেও দেশটিতে সেনা অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *