বাইডেনের প্রস্তাবে অসম্মতি আরব নেতাদের।
ইউক্রেন ও রাশিয়ার মধ্য যুদ্ধ চলছে। ১৪তম দিন ছিল গতকাল বুধবার। রাশিয়ার আক্রমণের প্রতিবাদে দেশটির জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে বিকল্প উৎসের খোঁজ চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনা করবেন বলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের ফোন করেছিল হোয়াইট হাউস। কিন্তু তারা কথা বলতে রাজি হননি।
যুক্তরাষ্ট্রের সংবাদপত্রের বরাত দিয়ে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনে মানবিক সহায়তা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে আন্তর্জাতিক সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে, তখনই এ খবর জানা গেল।
যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল-নাহিয়ান উভয় বাইডেনের সঙ্গে কথা বলতে অপারগতার কথা জানান।
সৌদি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর কারণ উদ্ঘাটনের চেষ্টা করেছে । দেশটির কর্মকর্তারা সংবাদপত্রটিকে বলেছেন, ইয়েমেন যুদ্ধের জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যুক্তরাষ্ট্রের আরও সাহায্য চায়।





