প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে নিয়েছে পেনসিলভানিয়ার লিহাই বিশ্ববিদ্যালয়।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ৩২ বছর আগে ট্রাম্পকে এ ডিগ্রি দিয়েছিল ওই বিশ্ববিদ্যালয়।
গত বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের সশস্ত্র হামলার দু’দিন পর শুক্রবার (৮ জানুয়ারি) লিহাই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি এ সিদ্ধান্ত জানায়।
ঠিক কি কারণে বিশ্ববিদ্যালয় এমন সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিকভাবে জানা না গেলেও, ধারণা করা হচ্ছে বিগত কয়েকদিনে ট্রাম্প সমর্থকদের লাগামহীন সহিংসতা ও এই ব্যপারে প্রেসিডেন্ট ট্রাম্পের উদাসীনতা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমন কঠোর সিন্ধান্ত নিতে বাধ্য করেছে।





