#আন্তর্জাতিক

প্রণব মুখার্জি এখনো কোমায়।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো কোমায় আচ্ছন্ন প্রবীণ এই কংগ্রেস নেতা। ২০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি দেখা না গেলেও কিডনির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বলা হয়েছে, ভেন্টিলেটর সাপোর্ট এখনই সরানো যাচ্ছে না। তবে শরীরের রক্ত সঞ্চালন স্থিতিশীল আছে।

দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে আজ শনিবার এসব তথ্য জানানো হয়েছে। আরো জানানো হয়েছে, প্রণব মুখার্জির রেনাল প্যারামিটারের উন্নতি হয়েছে। তবে এখনো ফুসফুসের চিকিৎসা চলছে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে কোমাচ্ছন্ন হয়ে আছেন। তবে হার্টে রক্তচলাচল সংক্রান্ত বিষয় স্থিতিশীল।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা প্রণব গত ১০ আগস্ট সকালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিজেই প্রকাশ করেন। টুইট বার্তায় জানান, অন্য চিকিৎসা নিতে হাসপাতালে গেলে তাঁর করোনা পরীক্ষা করা হয়। এতে শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। পরে রাতে জানা যায়, মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে তাঁর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *