নিউইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট !
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। মাত্র ২১ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে পাড়ি জমানো এই পুলিশ কর্মকর্তার নাম ফজিলাতুন নেসা। গত ১২ মে নিয়োগপ্রাপ্ত হন তিনি।
মে মাসকে এশিয়ান /প্যাসিফিক আমেরিকান ঐতিহ্য মাস (এপিএএইচএম) হিসেবে গণ্য করা হয়।
এ মাসেই নেসার এমন অর্জন, তাই এনওয়াইপিডি এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে তা উদযাপন করা হয়েছে।
এক পোস্টে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসীদের ঐতিহ্যের এ মাসে আমরা তার অসাধারণ অর্জনকে উদযাপন করছি।’





