#আন্তর্জাতিক

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ১২ জন।

তুরস্কে অবৈধ অভিবাসী বহনকারী একটি মিনিবাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। গতকাল রোববার তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে বাসটি যাওয়ার পথে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে তুরস্কের দমকল বাহিনী, মেডিকেল টিম ও জরুরি সেবাদানকারী কর্মীরা দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য তুরস্ক ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে বহুকাল ধরে।

বেশীরভাগই সাগরপথে জীবনঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশ করে। আবার অনেক সময় মিনিবাস ও ট্রাকে করেও উন্নত জীবনের প্রত্যাশায় ইউরোপ প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। ইরান, আফগানিস্তান, পাকিস্তান থেকে প্রায়ই অভিবাসন প্রত্যাশীদের তুরস্ক হয়ে ইউরোপ যাওয়ার ঘটনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *