চীনা নাগরিকরা ভারতে নিষিদ্ধ !
চীনা কোনো নাগরিককে বহন করে ভারতে আনতে নিষেধ করে এয়ারলাইন্সগুলোকে মৌখিক বার্তা দিল ভারত সরকার। প্যান্ডামিকের কারণে চীনের সঙ্গে ভারতের সরাসরি উড়ান ব্যবস্থা এখন বন্ধ। কিন্তু তৃতীয় কোনো দেশে উড়ে গিয়ে সেখান থেকে ভারতে উড়ে আসছিলেন চীনা নাগরিকরা। ভারত সরকার বিদেশী এয়ারলাইন্সগুলোকেও চীনা নাগরিকদের সম্পর্কে একই ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। চীনা নাগরিকদের ভিসা দেওয়ার ব্যাপারটিতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। চীন ভারতীয় নাগরিকদের সে দেশে যাওয়া এবং সে দেশ থেকে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করার পরই ভারত সরকার এই ব্যবস্থা নিল। কয়েকটি এয়ারলাইন্স অবশ্য সরকারের কাছ থেকে এই মর্মে লিখিত নির্দেশ চেয়েছে।
উল্লেখ্য, চীনের এই নির্দেশের ফলে চীনা বন্দরগুলিতে প্রায় দেড়হাজার ভারতীয় নাবিক আটকে রয়েছে। ফলে তারা দেশে ফিরতে পারছে না।





