কোরোনা সতর্কতায় কাতার পুলিশের কঠোর অবস্থান।
সূত্র; প্রবাস কথা, কাতার : কাতারে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেঁধে দেওয়া কিছু স্বাস্থ্যবিধির উপরে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে কাতার পুলিশ।
কাতারে প্রতিদিনই বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে কাতার পুলিশ।
গত ২৪ ঘণ্টায় কাতারের বিভিন্ন জায়গায় মাস্ক না পড়ে ঘর থেকে বাইরে বের হওয়ার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ১১৪ জন।
মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়া করোনাভাইরাস এর পরিস্থিতিতে কাতারের আইনে দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সবাইকে আর্থিক জরিমানা ও জেল হতে পারে।
এ পর্যন্ত মাস্ক না পরার অপরাধে কাতারের ৭৫৫১ জনকে আটক করেছে পুলিশ। এবং গাড়িতে ৪ জনের বেশি ওঠার অপরাধে ২৭৭ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে।





