কিয়েভ থেকে ৯০০টি মরদেহ উদ্ধার।
ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চল থেকে ৯০০ বেসামরিক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ বিভাগের প্রধান আন্দ্রেই নিয়েবিতভ। ইতোমধ্যে মরদেহগুলো পরীক্ষা করতে ফরেনসিক বিভাগেও পাঠানো হয়েছে।
নিয়েবিতভ জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই গ্রামের সাদাসিধে লোকজন। তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
তিনি বলেন, বুচা শহর থেকে সাড়ে তিনশ’র বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে রুশ সেনাদের নৃশংসতার প্রমাণ পাওয়া গেছে। এটা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তবে মস্কো বরাবরের মতো এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
এদিকে রাশিয়ার ফ্ল্যাগশিপ জাহাজ ডুবির ঘটনায় দেশটির ইউক্রেনের ওপর আক্রমণ আরও জোরদার করতে পারে— এমন বিষয়টি মাথায় রেখে হামলা ঠেকাতে নিজেদের প্রস্তুত করছে ইউক্রেন। ইতোমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন্ট দেশটিতে আরও অস্ত্র পাঠানোর কথা জানিয়েছেন।
তথ্যসূত্র: ইউরো নিউজ।





