কানাডায় মুসলিম বিদ্বেষী ট্রাক হামলায় একই পরিবারের ৪জন নিহত !
গত রবিবার কানাডার অন্টারিয় প্রভিন্স এর লন্ডন সিটিতে এক মুসলিম বিদ্বেষী হামলায় একই পরিবারের ৪ সদস্য মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক ৮.৪০ এ একটি ট্রাক দিয়ে তাদের উপর হামলা করা হয় বলে লন্ডন সিটি পুলিশ সূত্রে জানা গেছে।
নিহত চার জনের মধ্যে দুই জন মহিলার বয়স ছিলো ৭৪ ও ৪৪। পুরুষের বয়স ছিলো ৪৬। এবং অপর জন ছিলো ১৫ বছর বয়সী একজন মেয়ে । এই তাদের পরিবারের ৯ বছর বয়সী একজন ছেলে বেঁচে গিয়েছে। তবে লন্ডন সিটি পুলিশ এদের কারোরই নাম ও বিস্তারিত কিছু প্রকাশ করেনি।
এই ঘটনায় সরাসরি হামলার সাথে যুক্ত ২০ বছর বয়সী একজন আটক করা হয়েছে। এবং হামলা কারীর সহযোগী হিসেবে একজন কে আটক করা হয়েছে।
এই ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বাণীতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তীব্র নিন্দা জানিয়েছেন।
তবে কানাডায় মুসলিম বিদ্বেষী হামলা এবারই প্রথম নয়। ২০১৭ সালে কুইবেক শহরের একটি মসজিদে হামলা চালিয়ে ৬জন মুসলিম কে হত্যা করা হয়।





