#আন্তর্জাতিক

করোনা মোকাবেলায় ফ্রান্সে কারফিউ জারি।

ইউরোপের মধ্যে সর্বশেষ ফ্রান্স গত বুধবার করোনা মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটি রাজধানী প্যারিসসহ আরও আট শহরে শনিবার থেকে কারফিউ বলবৎ করতে যাচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন টেলিভিশনে এক ঘোষণায় বলেন, আমাদের পদক্ষেপ নিতে হবে। ভাইরাসটির বিস্তারে বাধা দিতে হবে।

তিনি আগামী ছয় সপ্তাহ স্থানীয় সময় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত শাটডাউন বলবৎ রাখার ঘোষণা দেন। বিশ্বে করোনায় এ পর্যন্ত ১০ লাখেরও বেশি লোক মারা গেছেন এবং প্রায় চার কোটি লোক আক্রান্ত হয়েছে।

এদিকে ইউরোপে নতুন করে করোনা তীব্র রূপ ধারণ করেছে। ফলে বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সমাবেশ এবং মাস্ক পরার বিষয়ে কঠোর পদক্ষেপ ঘোষণা করেছেন। দেশটিতে নতুন করে সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।

স্পেনে সংক্রমণ বাড়ার কারণে বার ও রেস্তোরাঁ আগামী ১৫ দিন বন্ধ থাকবে। দেশটিতে প্রায় ৯ লাখ লোক আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ৩৩ হাজারেরও বেশি লোক।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন ব্রিটিশ প্রদেশ নর্দান আয়ারল্যান্ডের সঙ্গে সীমান্ত ও অদরকারি খুচরা দোকান এবং ব্যায়ামাগার, সুইমিংপুল ও অবকাশকেন্দ্রসমূহ বন্ধের ঘোষণা দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *