করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে ফ্রান্সে।
ফ্রান্সে কভিড-১৯ এর নতুন ধরন আইএইচও শনাক্ত হয়েছে। যা ওমিক্রনের চেয়ে বেশি সংক্রামক বলে ধারণা করা হচ্ছে। দেশটির মার্সেই শহরে নতুন এ ধরন বি.ওয়ান.সিক্স ফোর জিরো. টু দ্বারা এ পর্যন্ত ১২জন আক্রান্তের খবর মিলেছে। ভাইরাসটির মিউটেশন সংখ্যা ৪৬। এটি টিকার বিরুদ্ধে আরো কার্যকর ও সংক্রামক। বিশ্ব যখন ওমিক্রন ধরন নিয়ে ভুগছে তখনই বিজ্ঞানীরা ফ্রান্সে এই ধরন খুঁজে পেলেন।
খবরে বলা হয়েছে, আক্রান্তরা আফ্রিকার দেশগুলো ভ্রমণ করেছিলেন। বিশেষ করে, আক্রান্তদের বেশীরভাগই ক্যামেরুন ফেরত। বিজ্ঞানীরা নতুন ধরনের ব্যাপারে আরো খোঁজ খবর নিচ্ছেন বা নতুন ধরনের ক্ষয়ক্ষতি সম্পর্কে আরো অনুসন্ধান চালাচ্ছেন। কভিডের এই ধরনের বিপরীতে প্রচলিত টিকাগুলো কতটা কাজ করবে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তবে এ ব্যাপারে এখনও কিছু বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেয়া হয়নি, আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনসহ কভিড-১৯ আক্রান্তের দৈনিক হারে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। জাপানে তিন মাসের মধ্যে এবং ভারতে চারমাসের মধ্যে একদিনে রেকর্ড সর্বোচ্চ আক্রান্ত হয়েছে। অস্ট্রেলিয়াতে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে।





