কঙ্গোয় বড়দিনের উৎসবে আত্মঘাতী বোমা হামলায়।
আফ্রিকার দেশ কঙ্গোর একটি রেস্তোরাঁয় বড়দিনের উৎসব চলাকালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।
শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এ ঘটনায় আহত হন আরও ১৩ জন। দু’জন প্রত্যক্ষদর্শীর বরাতে ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, ‘ইন বক্স’ রেস্তোরাঁয় বড়দিনের এক অনুষ্ঠানে শিশুসহ ৩০ জনের বেশি মানুষ অংশ নেন। স্থানীয় এক রেডিওর সংবাদ পাঠক নিকোলাস ইকিলা বলেন, একটি মোটারসাইকেল রাখা ছিল। হঠাৎ এটি উল্টে যায়। একপর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।





