#আন্তর্জাতিক

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১০ জন নিহত

লেবাননের রাজধানী বৈরুতে দুটি ভয়াবহ বিস্ফোরণের  ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের বিস্ফোরণে ১০ জন মারা গেছেন, এতে কয়েক শত মানুষ আহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমসিএনএনের  খবরে বলা হয়, ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবানন থেকে ১৫০ মাইল দূরের এলাকাও কেঁপে ওঠে। প্রতিবেশী দেশ সাইপ্রাসের একটি এলাকাও এ বিস্ফোরণের পর কেঁপে ওঠে। এতে কমপক্ষে ৪০০ জনের মতো আহত হয়েছে।

বৈরুত কাঁপিয়ে দেওয়া বিস্ফোরণে লেবাননের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বাবদা প্যালেসের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাবনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘প্যালেসের দরজা, জানালা খুলে গেছে।’ বিস্ফোরণে আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে গেছে। এ বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

এদিকে, কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা  জানিয়েছে, বৈরুত বন্দর এলাকায় ঘটা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আর সিএনএন আহতের সংখ্যা ৪০০ এর মতো বললেও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির  খবরে তা শতাধিক বলা হয়েছে।

ভয়াবহ এ বিস্ফোরণে  নিহত ও আহতদের সম্মানে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব আগামী বুধবার দেশটি জাতীয় শোক ঘোষণা করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে গাড়ি বোমা বিস্ফোরণে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরিকে হত্যা করা হয়। হারিরিকে হত্যায় চারজন সন্দেহভাজনে বিরুদ্ধে জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের মামলার রায় ঘোষণার কথা আগামী শুক্রবার।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *