#আন্তর্জাতিক

উচ্ছেদ অভিযানকে ঘিরে আসামে রণক্ষেত্র !

ভারতের আসাম রাজ্যে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে ২ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের হামলায় ৭ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দরং জেলার সিপাছাড় এলাকায় এই সংঘর্ষ হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেলা প্রশাসনের কর্মকর্তারা উচ্ছেদ অভিযানে যান সিপাঝড়-ঢোলপুর এলাকায়। এসময় তাদের সঙ্গে ছিল সশস্ত্র নিরাপত্তাকর্মীদের বিশাল বাহিনী। স্থানীয় বাসিন্দারা উচ্ছেদের প্রতিবাদ করেন। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা লাঠি, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোঁড়ে। কিন্তু তাতেও সামাল দিতে না পেরে পুলিশ গুলি চালায়। এতে দুজন নিহত হয়।

এলাকাটি থেকে বৃহস্পতিবার পাঁচ শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়। এর আগে সোমবার আট শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল। তারা প্রায় সাড়ে চার হাজার বিঘা জমি দখল করে বসবাস করছিল।

সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়ে পড়েছে। আসাম কংগ্রেস সভাপতি ভূপেন বোরা পুলিশের গুলিতে প্রাণহানির তীব্র নিন্দা করে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পুলিশের গুলি চালনাকে সমর্থন জানিয়েছেন। তিনি দাবি করেছেন, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *