ইউক্রেন সফরে তিন রাষ্ট্র প্রধান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভ সফরে গেছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তাঁরা। চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে পেত্র ফিয়ালা লিখেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি পুরো ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন নিশ্চিত করাই এ সফরের উদ্দেশ্য। এ ছাড়া এ সফরে ইউক্রেন ও ইউক্রেনীয় নাগরিকদের জন্য ত্রাণসহায়তা তুলে দেয়া হবে।’
পোলিশ প্রধানমন্ত্রীর শীর্ষ সহযোগী মিখাল বরজিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ তিন দেশের নেতা জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনকে ত্রাণসহায়তা উপহার দেবেন তাঁরা।
বরজিক আরও জানান, তিন দেশীয় প্রতিনিধিদলটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটার দিকে পোলিশ-ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করেছে।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফার নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এ সিদ্ধান্তের আওতায় রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি ও স্টিলের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় কমিশন। বিবৃতিতে কমিশন এ পদক্ষেপকে ইউক্রেন ও দেশটির জনগণের প্রতি নৃশংস আগ্রাসনের জবাব বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন এ নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে এবং ইউক্রেনে অভিযানের জন্য অর্থায়নের সক্ষমতা কমবে।





