ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো ধ্বংস করেছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে। শুক্রবার এ তথ্য জানায় আরটি টিভি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কিয়েভের বাইরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানির ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাগর থেকে কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে এ হামলা চালানো হয়।
তিনি বলেন, ইউক্রেনের কেন্দ্রে অবস্থান নেওয়া দেশটির বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হতো এ ডিপো থেকে।





