#আন্তর্জাতিক

ইউক্রেনকে সহায়তা দেবে চীন।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে অবিলম্বে মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। সোমবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ ঘোষণা দিয়েছেন।

ওয়াং ই বলেন, চীনের রেড ক্রস ইউক্রেনকে ‘যত দ্রুত সম্ভব’ মানবিক সহায়তা দেবে। রুশ-চীন সম্পর্কেরও ভূয়সী প্রশংসা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের বন্ধুত্বকে তিনি ‘ইস্পাতকঠিন’ হিসেবে আখ্যায়িত করেন। এখন পর্যন্ত ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানায়নি চীন। এটিকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করতেও অস্বীকৃতি জানিয়ে আসছে দেশটি। বরং পশ্চিমা দেশগুলিকে রাশিয়ার ‘বৈধ নিরাপত্তা উদ্বেগ’-এর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে বেইজিং।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের বিদ্যমান পরিস্থিতির নেপথ্যের কারণগুলো জটিল। এগুলো রাতারাতি ঘটেনি। এক দিনে তিন ফুট বরফ তৈরি হয় না। জটিল সমস্যা সমাধানের জন্য আগুনে ঘি ঢালা এবং সংঘাতকে আরও তীব্রতর করে তোলা থেকে বিরত থাকারও আহ্বান জানান ওয়াং ই। তিনি বলেন, চীন ইতোমধ্যেই শান্তি আলোচনার জন্য কিছু কাজ করেছে এবং সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

তথ্যসূত্র : ইউরো নিউজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *