অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪ ।
অস্ট্রেলিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চার আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে দেশটির পূর্ব উপকূলীয় সাগরে ছোট ওই বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ জানায়, বিমানটির ৬৯ বছর বয়সী পাইলট তিন আরোহীকে আনন্দ দিতে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ব্রিসবেনের উত্তরপূর্ব দিকের জলাভূমি এলাকায় পড়ে যায়। বিমানটির একজন পুরুষ আরোহী ও দুই শিশুর পরিচয় শনাক্তের চেষ্টায় কাজ করছে পুলিশ। ঘটনাটিকে ‘শোচনীয় দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন পুলিশ পরিদর্শক ক্রেগ হোয়াইট।





