#গ্রেটার ম্যানচেস্টার

১ম জন্মদিনের উপহার ৩০ হাজার পাউন্ড !

একজন মানুষ সারা জীবনের জন্মদিনের উপহার একত্রিত করলেও যা হবার নয়, তাই ঘটতে যাচ্ছে স্বনামধন্য বক্সার আমির খানের ছেলের জীবনে। বলটন নিবাসী প্রাক্তন ‘ওয়ার্ল্ড ফেদার ওয়েইট চ্যাম্পিয়ান’ আমির খান তার ছেলে মোহাম্মদ জাভিয়ারের প্রথম জন্মদিনে এমনি একটি ঈর্ষণীয় উপহার দেবার কথা ঘোষণা করেছেন ইনস্টাগ্রামে।

জানা যায় যে, ছোট্ট জাভিয়ার এই মাসেই তার এক বছর পূর্ন করবে। সেই আনন্দে তার মিলিনিয়ার বাবা জাভিয়ারের জন্যে বিশ্ব বিখ্যাত ঘড়ি নির্মাতা রোলেক্সের একটি বিশেষ মডেল ‘কস্মোগ্রাফ ডেটোনা’ চকলেট কালারের হাত ঘড়ি অর্ডার করেছেন যার বাজার মূল্য ২৯,৬০০ পাউন্ড। ছোট্ট জাভিয়ারের সময় সম্পর্কে কোন ধারণা না থাকলেও, পুরো যুক্তরাজ্য জুড়ে গুঞ্জন উঠেছে তার বক্সার বাবার সময় যে ভালো যাচ্ছে বলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *