স্টকপোর্টে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্টকপোর্ট বারার হেভিলি এলাকার উইন্ডারমেয়ার রোডের একটি বাড়ি হতে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে উইন্ডারমেয়ার রোডের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে পৌঁছে। আগুন নিভাতে গিয়ে ফায়ার ফাইটাররা বাড়ির মধ্যে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে।
স্টকপোর্ট বারার গোয়েন্দা পুলিশের প্রধান জিনা ব্রেনান্ড জানান, দুঃখজনক হলেও সত্যি যে উক্ত ব্যক্তির মৃত্যু ঘরে আগুন লাগার কারণেই হয়েছে। আমরা ঘটনাটিকে হত্যা হিসেবে বিবেচনা করছি। গোয়েন্দা অফিসাররা হত্যার সম্ভাবনাটি মাথায় রেখেই তদন্ত শুরু করে দিয়েছেন। সন্দেহভাজন ৬৪ বছর বয়সী এক মহিলাকে উক্ত বাড়ি হতে গ্রেফতার করা হয়েছে।
মৃত ব্যক্তি এবং গ্রেফতারকৃত মহিলার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নি।





