সরকার দলীয় এমপির পদত্যাগ।
দক্ষিণ বলটন থেকে নির্বাচিত কনজারভেটিভ দলীয় এমপি ‘ক্রিস গ্রীন‘’ সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন। জনাব গ্রীন, ব্রিটিশ পার্লামেন্টের শিক্ষা বিষয়ক কমিটির ব্যক্তিগত সচিব ছিলেন।
প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা একটি পত্রে তিনি বলেন, সরকার করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থ হয়েছে। শিক্ষা, ব্যবসা, চাকুরী থেকে শুরু করে প্রত্যেকটি দপ্তরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। লক ডাউন নীতির দুর্বলতার কারণে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সৃষ্ট হচ্ছে নানান জটিলতা। সাধারণ মানুষ কর্মহীন হচ্ছে দিন কে দিন। ফলে বেকারত্বের অভিশাপ গ্রাস করছে সমস্ত সমাজ ও সংসারকে। আর্থিক দৈন্যতায় হতাশগ্রস্ত মানুষ সম্মুখীন হচ্ছে দৈহিক ও মানসিক পীড়ায়।
সরকারের অপরিকল্পিত অনেক সিদ্ধান্তের কারণে সাধারণ জনগণের সমস্যা বেড়েই চলেছে। সরকার এমন অনেক নীতিতে বিশ্বাসী যা জনাব গ্রীন মেনে নিতে পারছেন না। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ পর্যাপ্ত নয় উল্ল্যেখ করে জনাব গ্রীন অনেকটা দায়ভার এড়াতেই রাষ্ট্রীয় এই পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।





