সবচেয়ে কম বয়সী করোনা টীকা গ্রহীতা রায়ান !
গ্রেটার ম্যানচেস্টারের ফার্নওয়ার্থ এলাকার বাসিন্দা রায়ান ব্রোমলে যুক্তরাজ্যের মধ্যে সর্বকনিষ্ট কভিড -১৯ টীকা গ্রহীতা হিসেবে রেকর্ড হয়েছে।
১৬ বছর ১০ মাস বয়সী রায়ান সপ্তায় ৫ দিন ব্রিটিশ আর্মি ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ নিচ্ছে তার সৈনিক জীবনের প্রস্তুতি হিসেবে। বাকী দিনগুলি সে তার হাত খরচের জন্যে স্থানীয় কেয়ার হোম ‘উইন্ডসর হাউস কেয়ার হোমে’ রাঁধুনি হিসেবে কাজ করে। ব্রিটিশ সরকারের নির্দেশনা অনুযায়ী কেয়ার হোম কর্মীরা সম্মুখ যোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় রায়ান করোনা টীকার জন্যে রেজিস্ট্রেশন করে। গত শুক্রবার টীকা নিতে গেলে স্বাস্থ্য কর্মীরা তাকে জানায় যে, সে সমস্ত দেশের মধ্যে এখন পর্যন্ত সর্ব কনিষ্ট টীকা গ্রহীতা। বিষয়টা রায়ানকে বেশ উৎফুল্ল করে তুলে।





