শেষ পর্যন্ত চলেই গেলেন হাইডের নওয়াব মিয়া !
গ্রেটার ম্যানচেস্টারের হাইডের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হেদায়েতুল ইসলাম নওয়াব মিয়া (৫৩) কে আর বাঁচানো গেলনা। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রবিবার সন্ধ্যায় সালফোর্ড হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন।
ঘটনা সূত্রে জানা যায়, জনাব নওয়াব মিয়া গত শুক্রবার রাত ৯টায় উনার নিজের মালিকানাধীন রেস্টুরেন্ট স্টকপোর্ট এর মার্পল এ অবস্হিত মার্পল স্পাইস থেকে ডেলিভারি নিয়ে হেজেল এভিনিউ তে যান, সেখানে উনার মার্সিডিজ সি ক্লাস সিলভার গাড়িটি স্টার্ট এ রেখে ডেলিভারীটি কাস্টমারের দরজায় পৌঁছে দেওয়ার পর লক্ষ্য করেন কিছু দুষ্কৃতীকারী গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছে। সে সময় তিনি “নো নো ” বলে চিৎকার করে গাড়ির ড্রাইভারের কাপড় এবং হাত ধরে ফেলেন।
উনার কাস্টমার ডেভিড স্পিড (৪২) এর ভাষ্য মতে, এই ঘটনা দেখে আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসি এবং দেখতে পাই, মিস্টার মিয়া চলন্ত গাড়িটিকে ড্রাইভার কে ধরে থামানোর চেষ্টা করছেন এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এবং দুষ্কৃতী কারীরা গাড়ী নিয়ে দ্রুত পালিয়ে যায়। তৎক্ষণাৎ তিনি জরুরী সেবা নাম্বারে ফোন করলে দ্রুততম সময়ের মধ্যে পুলিশ ও এম্বুলেন্স চলে আসে। এই ঘটনায় নওয়াব মিয়া মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আশংকা জনক অবস্থায় সালফোর্ড হাসপাতালে নেওয়া হয়। মিস্টার ডেভিড স্পীড দুর্ঘটনার খবরটি মার্পল স্পাইস রেস্টুরেন্টে ও জানান।
জনাব নওয়াব মিয়ার, ছেলের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বিবৃতিতে জানা যায়, এটি ছিলো ওই দিনের কারবারের শেষ ডেলিভারি এর পরই তারা ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। উল্লেখ্য ইংল্যান্ডে লক ডাউনের কারনে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রাত ১০টায় বন্ধ করে ফেলতে হয়।
নওয়াব মিয়ার মৃত্যুতে হাইড ও গ্রেটার ম্যানচেস্টারের বাঙালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। হেয়াতুল ইসলাম নওয়াব মিয়া হাইড মসজিদ কমিটির একজন নেতৃত্ব দান কারী সদস্য ছিলেন।





