শীতের প্রথম তুষারপাত গ্রেটার ম্যানচেস্টারে।
শুক্রবার প্রভাতে গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহ্যাম, টেমসাইড ও বেরি কাউন্সিলের কিছু কিছু জায়গায় তুষার পাতের খবর পাওয়া গেছে। শীতের আগমন পুরোপুরি না ঘটলেও, গত কয়েকদিন ধরে তাপমাত্রা নিচের দিকেই আছে।
গত বুধবার আবহাওয়া অফিস থেকে সতর্কবাণী দেয়া হয়েছিলো যে, উত্তর ইংল্যান্ডের কিছু কিছু জায়গা এবং স্কটল্যান্ডের পাহাড়ি এলাকাগুলিতে হালকা তুষারপাত হতে পারে। আগামী কয়েকদিন ইংল্যান্ড ও স্কটল্যান্ডের তাপমাত্রা আরো নিচে নামতে পারে। বিশেষকরে শেষ রাতের দিকে তাপমাত্রা শুন্যের কাছাকাছি চলে যেতে পারে। সম্ভাব্য বরফ ও তুষারপাত সম্পর্কে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।





