ম্যানচেস্টারের ‘আকবর’ রেস্তোরা বন্ধ করে দিয়েছে কাউন্সিল
গতরাতে ম্যানচেস্টার সিটি সেন্টারের লিভারপুল স্ট্রিটে অবস্থিত অন্যতম ইন্ডিয়ান রেস্তোরা ‘আকবর’ কে সিল গালা করে দিয়েছে ম্যানচেস্টার কাউন্সিলের এনভায়রনমেন্ট এনফোর্সমেন্ট টিম।
কাউন্সিল সূত্রে জানা যায়, গতরাতে এনভায়রনমেন্ট এনফোর্সমেন্ট বিভাগের একটি দল হঠাৎ করে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধীর চরম লঙ্ঘন আবিষ্কার করে। করোনাকালীন সময়ে ব্যবসা পরিচালনা করার সরকারী যে নির্দেশনা আছে, তা কোনটাই মেনে চলেনি রেস্তোরা কর্তৃপক্ষ। কোন উপায়ান্তর না দেখে স্বাস্থ্য ঝুঁকিকে মাথায় রেখে কাউন্সিল কর্তৃপক্ষ ‘আকবর’ রেস্তোরাকে বন্ধ করে দিতে বাধ্য হয়।
এ বিষয়ে ‘আকবর’ কর্তৃপক্ষ চরম ক্ষোভ জানিয়ে বলে, এটা খুবই হতাশা জনক। কাউন্সিল আমাদেরকে কোন প্রকার নোটিশ না দিয়েই সরাসরি প্রতিষ্ঠানটিকে সিল গালা করে দেয়। এই দুর্যোগপূর্ন সময়ে যখন ব্যবসা টিকিয়ে রাখাই দায়, সে সময় কাউন্সিলের এই রকম একটি সিদ্ধান্ত আমাদেরকে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রূপে বন্ধ করে দেয়ার দিকেই এগিয়ে নিয়ে যাবে।





