ম্যানচেস্টারে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন।।
গ্রেট ব্রিটেনের জুড়ে বিভিন্ন শহরের ৫০টি স্থাপনায় বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাল সবুজের আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী স্থাপনা টাউন হল লাইব্রেরিকে আজ লাল সবুজে আলোকিত করা হয়।

জনপ্রিয় ফোকাস টিভি ও ATN Bangla uk এর সাংবাদিক আমিনুল হক ওয়েসের সরাসরি সম্প্রচার থেকে জানা যায়, ম্যানচেস্টার সিটি কাউন্সিলের উদ্দ্যেগে ও মাঞ্চেস্টারস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনারের উপস্থিতিতে এই নান্দনিক আলোকসজ্জার উদ্বোধন করা হয়। কোভিড নীতিমালা অনুসরণ করে এখানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও ম্যানচেস্টার সিটি কাউন্সিলের কাউন্সিলরবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা, ট্রেজারার জনাব সেকুল, সিটি আওয়ামীলীগ নেতা শেখ জাফর, ওল্ডহ্যাম কমিউনিটি নেতা মুজাহিদ খান সহ আরও অনেকে। কাউন্সিলরদের মধ্যে লুৎফর রহমান ও আহমেদ আলী কে দেখা যায়।
উপস্থিত অতিথিরা সাংবাদিক আমিনুল হক ওয়েসের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে ম্যানচেস্টার সিটি কাউন্সিল কে এই উদ্দ্যেগের জন্যে ধন্যবাদ জানান ও সুবর্ন জয়ন্তীতে দেশবাসী প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন।





